বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

রূপগঞ্জে সংখ ̈ালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, বাঁধা দে য়ায় হত ̈ার হুমকি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০১৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

নারায়নগঞ্জ প্রতিনিধি ঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে ̄’ানীয় ভুমিদসু ̈রা এক সংখ ̈ালঘু

পরিবারের প্রায় ১৮ শতাংশ জমি জবরদখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া

গেছে। বাঁধা দেয়ায় সংখ ̈ালঘু পরিবারকে হত ̈ার হুমকি প্রদান করা হয়। সোমবার

সকালে উপজেলার পিতলগঞ্জ এলাকায় ঘটে এ ঘটনা।

সংখ ̈ালঘু অর্চনা রানী জানান, তারা পৈত্রিক সুত্রে মালিক হয়ে প্রায় ৪০ বছর ধরে

১৮ শতাংশ জমি ভোগদখল করে আসছেন। ওই জমিতে তারা বিভিন্ন ধরনের ফসল

ফলাতেন। একই এলাকার প্রতিপক্ষ নিবাস চন্দধ দাস, অতুল চন্দধ দাস, মিলন চন্দধ দাস,

কিরণ চন্দধ দাস ভাড়াটে সন্তাসী দিয়ে তাদের জমিটি জবরদখলের চেষ্টা চালিয়ে

আসছেন। কয়েক দিন আগে, জমিতে পাঁকা দেয়াল নির্মাণ করতে গেলে

প্রতিপক্ষের ভাড়াটে ভুমিদসু ̈ আরিফ বাহিনীর সদস ̈রা বাঁধা প্রদান করে। এক

পর্যায়ে প্রতিপক্ষের লোকজন অর্চনা রানী, রিনা রানী, শিমুল চন্দধ দাসকে পিটিয়ে

আহত করা হয়।

এদিকে, সোমবার সকালে পৈত্রিক জমিতে কাজ করতে গেলে ফের প্রতিপক্ষসহ তাদের

নিয়োজিত ভাড়াটে ভুমিদসু ̈রা বাঁধা প্রদান করেন। এসময় জমিতে কোন প্রকার

কাজ করলে সংখ ̈ালঘু অর্চনা রানীসহ পরিবারের সদস ̈দের হত ̈া করা হবে বলেও হুমকি

দেয়া হয়। হত ̈ার হুমকি দেয়ার পর থেকেই পরিবারের সদস ̈রা চরম আত১ে⁄৪র মধে ̈ দিন

কাটাচ্ছেন।

এ বিষয়ে প্রতিপক্ষ মিলন চন্দধ দাস বলেন, আমাদের নিজেদের জমিই তারা

জোরপুর্বক ভোগদখল করে আসছে। মারধরের বিষয়টি সঠিক নয়। এছাড়া আমার পক্ষে

কোন বাহিনী আনা হয়নি।

এ ব ̈পারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ

ধরনের ঘটনার অভিযোগ পেয়েছে। বিষয়টি তদন্ত মোতাবেক ব ̈ব ̄’া গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451