মো. আখলাকুজ্জামান,গুরুদাসপুর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রামের মো. মিল্টন (২২) নিখোঁজের ৬ দিন পরও
উদ্ধার হয়নি। সে ওই গ্রামের হরফ আলীর ছেলে।
পরিবার সুত্রে জানা যায়, প্রায় ২ বছর যাবৎ মিল্টন মানুষিক রোগে ভুগছিল। সে প্রায়ই একা
একা বাইরে সময় কাটিয়ে বাড়ি ফিরলেও গত সোমবার বিকেলে বেড়গঙ্গারামপুর বটতলা বাজারে
আসার পর আর বাড়ি ফেরেনি। এসময় তার পড়নে ছিল কালো ফুল হাতা গেঞ্জি ও কালো লুঙ্গি। তার
হালকা পাতলা শরীরের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি ও গায়ের রং শ্যামলা। মাইকিং করে অনেক খোঁজাখুজির
পরও মিল্টনকে কোথাও পাওয়া যাচ্ছে না।
কোন ব্যক্তি তার খোঁজ পেলে এই মোবাইল ০১৭৫০৮২০৮৯২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ
করা হলো।