কাঁঠালিয়ায় বাল্যবিবাহের অপরাধে ৪ জনের দন্ড
ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির কাঠালিয়ায় বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে বেগম রাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তানিয়া (১৬) সে উপজেলার চেচঁরী রামপুর ইউনিয়নের উল্টর চেচঁরী গ্রামের মজিদ হাওলাদারের মেয়ে। গোপন সংবাদ পেয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম আজ বিকালে কাঠালিয়া উপজেলার চেঁচরিরামপুর ইউনিয়নের উত্তর চেঁচরি গ্রামে বাল্যবিবাহ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেন আব্দুল মজিদ হাওলাদারের কন্যা বেগম রাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তানিয়া (১৬)- কে বাল্যবিবাহ প্রদানের অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯৫৯ এর ৬(১) ধারায় মেয়ের মা মর্জিনা বেগম-কে ১০০০ টাকা, ছেলের বাবা মোঃ আবুল বিশ্বাস-কে ১০০০ টাকা, ছেলের বোন মোসাঃ জেসমিন বেগমকে ৫০০ টাকা এবং ছেলের ভগ্নিপতি মোঃ রানা খান-কে ১০০০ টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, কাঠালিয়া উপজেলায় বাল্যবিবাহ বিরোধী অব্যাহত অভিযান ও প্রচার-প্রচারণার কারণে এলাকায় সচেতনতা বৃদ্ধি পেলেও এখনও কেউ কেউ উপজেলার মধ্যে সাহস না করলেও নদী বা সীমানা পাড়ি দিয়ে পার্শ্ববর্তী জেলাগুলোতে গিয়ে গোপনে বাল্যবিবাহ সম্পাদন করছেন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। এ বিষয়টিসহ বাল্যবিবাহের বিরুদ্ধে সকলকে সচেতন ও সোচ্চার থাকার জন্য আহ্বান জানান ইউএনও।
কচুয়া-বেতাগী খেয়াঘাটে বেশি ভাড়া আদায়ের অভিযোগে অর্থদন্ড
ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া-বেতাগী খেয়াঘাটে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়, টোলঘরে সরকার নির্ধারিত টোলের হার ঝুলানো না থাকায় ও যাত্রীদের সাথে দুর্ব্যবহারসহ নান অভিযোগের বৃত্তিতে খেয়ার ইজারাদার গোলাম মাওলা-কে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান অদালত। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনায় প্রথম বারের অপরাধ বিবেচনায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ২৫,০০০.০০ টাকা জরিমানা ও অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সময় বলা হয়েছে এরপরও যদি ইজারাদার কর্তৃক বেশি ভাড়া আদায় কিংবা যাত্রী হয়রানি করা হয়, ভুক্তভোগী সকলকে বিষয়টি প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়।