নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামের
সুমি রানী (১৮) নামে নব-বধু পারিবারিক কলহের জের ধরে বিষপানে আত্মহত্যা
করেছে।
বিভিন্ন সত্রে জানা যায়, বুধবার সকালে উক্ত গ্রামের বিকাশ চন্দ্রের স্ত্রী
সুমি রানী পারিবারিক কলহের জের ধরে বিষ পান করে। তাকে অসুস্থ্য অবস্থায় রংপুর
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান পরিবারের লোকজন। সেখানে
চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক আবু হায়দার মুহাম্মদ
আশরাফুজ্জামন ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নজমুল হুদা বলেন-
পারিবারিক কলহের জের ধরে ঐ নববধু বিষপান করে। তাকে রংপুর মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।