আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম এমপি বলেছেন, শিক্ষা বিস্তারে বর্তমান
সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। আওয়ামীলীগ সরকার গঠনের পর থেকে দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান
গুলোতে ব্যাপক উন্নয়ন হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করার লক্ষ্যে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে
যাচ্ছে। এ দেশের আগামী প্রজন্মকে জ্ঞান, মেধা ভিত্তিক, কর্মমুখী সৃজনশীলতা ও যুগোপযুগী শিক্ষায়
শিক্ষিত করতে পারলে বাস্তব জীবনে তারা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শিক্ষাই জাতির
মেরুদন্ড। একটি সুখি সমৃদ্ধশালী জাতি গঠনে শিক্ষাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। শিক্ষা ছাড়া কোন
জাতি কোন কালেই বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াতে পারেনি। গতকাল বুধবার দুপুরে উপজেলার উদনপৈয়
দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের
মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরদ্দোজা,
শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুল আলম, শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের
যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ মোসলেম উদ্দিন আহম্মেদ, আব্দুল মজিদ মল্লিক, শাহাগোলা ইউনিয়ন
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, স্থানীয় ইউ পি সদস্য মোঃ জিল্লুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাষ্টারমাইন্ড বিএম কলেজের অধ্যক্ষ ডিএস জাহিদুল ইসলাম। এসময় স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#