শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাদকে সয়লাব বরগুনার পাথরঘাটা বাড়ছে নানা অপরাধ প্রবনতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৪৯ বার পড়া হয়েছে

ইমরান হোসাইন ,জেলা প্রতিনিধি, বরগুনাঃ পাথরঘাটার সব খানেই এখন মাদকের হাট ৷ নেশায়

ভাসছে এই আঞ্চলের উঠতি তরুন যুব সমাজ ৷ উপজেলা সদর সহ সব জায়গায় চলছে মাদক ব্যাবসা ৷

প্রশাসনের নাগের ডগায় এবং প্রকাশ্যেই চলে মাধক বিক্রি ৷ তবে পুলিশের অভিযানে মাজে মধ্যে বেশ কয়েক

জন মাদক ব্যাবসায়ী আটক হলেও কিছুদিন পর জামিনে বের হয়ে যায় ৷ আবার পূর্ণ উদ্দামে চালায় ব্যাবসা ৷ এ

উপজেলাটি বিশখালি ও বলেষ্শর নদীর তীরে অবস্থিত ৷ এক অনুসন্ধানে জানা যায়, নদী পথে মাদক আমদানী

পাথরঘাটায় ৷ মাদক ব্যবসায়ীদের কাছে সাধারন জিম্মি হয়ে পরছে এমন অভিযোগ ও পাওয়া গেছে ৷ একটি

নির্ভর যোগ্য সুত্র থেকে জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের বাদুরতলা বাজারের পিছনে , হাড়িটানা স্কুলের

সামনে ,কাঠালতলী ইউনিয়নের কালিপুর স্কুল সংলগ্ন , কামারহাট বাজার, কাকচিড়া লণ্সঘাট, নাচনাপাড়ার

লেমুয়া বাজারের পিছনে দিনের পর দিন চলছে মাদক বেচা কেনা ও সেবন ৷ আর এ সব জায়গা মাদক রাজ্যের

আস্থানায় পরিনত হয়ছে ৷ মাদক চোরাচালান ব্যাবসা নিন্ত্রন করছে এলাকার এক ধরনের অসাদু বাক্তিরা ৷

এ ক্ষেত্রে প্রশাসনের লোভী সদস্যদের সহযোগিতার অভিযোগ রয়ছে ৷ অভিবাবকদের অভিযোগ ,স্কুল, কলেজ,

মাদ্রাশা শিক্ষক-ছাত্ররা মাদকে ছড়িয়ে পড়ছে ৷ আর এ বিষয় কথা হয় পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা এস এম জিয়াউল হকের সাথে, তিনি বলেন, পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে

মাদকাশক্তদের বিরদ্ধে অভিযান চলমান রয়ছে ৷ জন সচেতনতাই এসব রুখতে ৷ থানা এলাকায় ভিবিন্ন স্থানে

সভা সমাবেশ করা হয়ছে ৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451