ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর থেকে অজ্ঞাত এক যুবকের
(৩৫) বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার
দিকে লাশটি উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সাংবাদিককে
জানান, সকালে হাটফাজিলপুর বিশ্বাসপাড়া মসজিদের পাশে ধান ক্ষেতে
একটি বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি আরো জানায়, ধারণা করা
হচ্ছে ১০/১২ দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে বস্তা বন্দি করে
মাঠের মধ্যে ফেলে গেছে। লাশটি পচে গলে বিকৃত আকার ধারণ করেছে।
এখন পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কে বা কারা বেশ কয়েকদিন আগে তাকে
হত্যা করে ধান ক্ষেতের মধ্যে ফেলে রেখে যায়। মৃতদেহটি ঝলসানো ও
বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।
ওসি আরো বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার বিকালে
ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।