ঝালকাঠি সংবাদদাতাঃ-বিভিন্ন কাজে অবদান রাখায় নির্বাচিত
জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে উদ্দীপনা পুরস্কার প্রদান করা
হয়েছে। গতকাল রোবাবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে
অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় কাঠালিয়া উপজেলার
৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন
রিপনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ঝালকাঠি জেলা প্রশাসক মো.
মিজানুল হক চৌধুরী। এ সময় ঝালকাঠি পৌর মেয়র মো. লিয়াকত
আলী তালুকদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তরুন
কর্মকারসহ বিভিন্ন উপজেলার ইউএনও, কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা
উপস্থিত ছিলেন।
নতুন প্রবর্তিত ক্যাটাগরিতে জেলা শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
আগস্ট-২০১৬ নির্বাচন করা হয়।