মাদারীপুর থেকেঃ
স্কুলে যাওয়ার পথে নিতু মণ্ডল নামে নবম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আটক করা হয়েছে এক যুবককে।
রোববার সকাল সোয়া নয়টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম ঠাকুরবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিতু মণ্ডল উপজেলার আইলসাকান্দি গ্রামের নির্মল মণ্ডলের মেয়ে। সে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলো। বাবার নাম নির্মল মণ্ডল। আটক যুবকের নাম মিলন মণ্ডল (২০)। তাঁর বাড়িও নবগ্রামে।
কালকিনি উপজেলার ডাশার থানার উপপরিদর্শক (এসআই) দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
নিহত স্কুলছাত্রীর চাচাতো বোন রিনা জানান, অনেক দিন ধরে নিতুকে এলাকার বখাটে মিলন মণ্ডল উত্ত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিতো সে।
কিন্তু নিতু বরাবরই তা প্রত্যাখান করে আসছে। এ কারণে ক্ষুব্ধ মিলন রোববার সকালে স্কুলে যাওয়ার পথে নিতুকে কুপিয়ে হত্যা করে।
ঘটনার পর থেকে ঘাতক মিলন ও তার পরিবারের সদস্যরা পলাতক।
ডাসা থানার ওসি ইমদাদুল হক জানান, সকালে স্কুলে যাওয়ার পথে নিতু মণ্ডল খুন হয়েছে। তার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।