সোয়াইব আড়াইহাজার থেকেঃ
ঈদের আনন্দকে আরো ভালভাবে নিজেকে সাজাতে দুর দুরান্ত থেকে চলে আসে নারায়ণগঞ্জ আড়াইহাজার বিশনন্দি ফেরিঘাট। এটা একটা অন্নতম দর্শনার্থীদের জন্য আনন্দের যায়গা। যেখানে সুদর বাংলার রাজধানি ঢাকা থেকে ঘুরতে আসে এবং অন্যান্ন যায়গা থেকে এমন অপরুপ সুন্দর্য মেঘনা নদির পার ফেরিঘাটে মনকে নতুন করে সাজাতে চলে আসে হাজার হাজার দর্শনার্থি। এখান থেকে ফেরিতে পার হলেই যাওয়া যায় কুমিল্লা হোমনা,বান্সারাম্পুর,কুমিল্লার প্রান কেন্দ্রে। এখানে যেমন সুন্দর্য মনকে করে তুলে সতেজ তেমনি মেলা জমানো বাচ্চাদের জন্য করে তুলে আনন্দময়। ঢাকা সায়েদাবাদ থেকে বাসে উঠলে সরাসরি আসা যায় মন জুরানো সুনদর্য মেঘনা ফেরিঘাট। বিশেস করে এখানে গড়ে উঠছে বাংলাদেশের এক আন্যতম বিশাল যায়গায় বিস্তৃত নিয়ে কৃষি বিস্ববিদ্যালয়। তা ছাড়া হাজার হাজার কুটি টাকা ব্যায়ের বিস্তৃত যায়গা ও নির্মান কাজ দেখতে আসে অনেক প্ররযটক।