শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কাঠালিয়ার কবি তপন কুমার দাসের প্রতাশিত কবিতায় উজ্জীবিত পাঠক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৯৮ বার পড়া হয়েছে

 

 

 
ঝালকাঠি সংবাদদাতাঃ-রতন কুমার দাস। কাঠালিয়া উপজেলার

আমুয়ার উত্তর বন্দরের তরুণ ব্যবসায়ী। শৈশব থেকেই কবিতা পড়া ও

ছন্দ বানিয়ে বানিয়ে ছোট ছোট কবিতা লেখার চেষ্টা ছিল

তাঁর। সেই ছোট রতনটি হাটি-হাটি পা-পা করে আজ নিজ

এলাকাসহ বিভিন্ন মহলে কবি হিসেবে পরিচিত। কোন গুরুর

কাছে বা একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেননি এ কবি।

সম্প্রতিক কবি তপুন কুমার দাসের বেশ কয়েকটি কবিতা বই

প্রকাশিত হয়েছে। বইগুলো সারা জুগিয়েছে পাঠক হৃদয়ে। তার

লেখা উল্লেখযোগ্য কবিতা হচ্ছে- মানুষের জন্য, জাগো বাঙালি,

শিক্ষা গুরুর আর্শীবাদ, রাজনীতি, বীর বাঙালি, মা ও মাতৃভূমি,

চাই স্বাধীনতা, মায়ের মুখ, চল্লিশ বছর পূর্তি, মাঝি, নতশীর,

মায়ের যুদ্ধ, ময়না পাখি, গণতন্ত্র, প্রাণের উর্ধ্বে দেশ, বিদ্রোহী

নারী, কোথায় স্বাধীনতা, অপরাধী ও ছুটির ঘন্টাসহ আরো

অনেক। প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে প্রাণ উর্ধ্বে দেশ, জাগো

নারী ও স্বাধীনতা রক্ষা কর অন্যতম। কবি রতন কুমার দাস ১৯৮৮ সালের

পহেলা ডিসেম্বর উপজেলার আমুয়া গ্রামে জন্ম গ্রহন করেন। তার

পিতা সুনীল কুমার দাস ও মাতা শান্তনা রানী দাস। তিনি ব্যবসার

পাশাপাশি নিজেকে শিল্প ও সাহিত্য চর্চা ও কাব্য কলার আশ্রয়ে

ফুল ফুটাতে ছুঁটে চলেছেন। কবি চিরন্তন আর্তি, আবেগ ও

সুক্ষ্ম জীবনবোধ উপস্থাপন করছেন নিজ ধ্যান-ধারনায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451