মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের লালপুরের ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানের
নেতৃত্বে ও গ্রাম পুলিশের সহযোগিতায় আজ শুক্রবার দুপুর ১২.০০ঘটিকায়
ধুপইল ব্রিজের নিচ থেকে চল্লিশ লিটার চোলাই মধ উদ্ধার করে ধবংস করা
হয়। ওয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমানের বরাত দিয়ে, দির্ঘ
দিন ধরে এই ধুপইল ব্রিজের নিচে চোলাই মধের জমজমাট ব্যাবসা চলে
আসছে । আজ গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন ব্যাপি মাদক বিরোধি
অভিযানের অংশ হিসেবে গ্রাম পুলিশেল সহযোগিতায় অভিযান চালিয়ে
চল্লিশ লিটার চোলই মদ উদ্ধার করা হয় । এবং তা জনসমুখে পুড়িয়ে ধ্বংস
করা হয়। এসময় মাদক ব্যাবসায়ী রাজ কে সতর্ক করা হয় । সে যেন মাদক
ব্যাবসা থেকে বিরত থাকে । পুনুরায় এই ব্যাবসায় লিপ্ত হলে তাকে আইনের
আওতায় আনা হবে। এসময় ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন
সম্পাদক আক্তারুজ্জামান, ইউনিয়ন সেচ্ছা সেবক লীগের
ভাইসপ্রেসিডেন্ট শরিফ আহম্মেদ ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়াড
সদস্য হুমায়ন কবির হুমাসহ নেতৃস্থানীয় ব্যাক্তি উপস্থিত ছিলেন ।