মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
লালপুর-বনপাড়া সড়কের লালপুর মোড় থেকে শুরু করে বনপাড়া পর্যন্ত অসংখ্য স্থানে
ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে ফলে যানবাহন চলাচল কষ্ট সাধ্য হয়ে পড়েছে। প্রায়
দিনই ওয়ালিয়ার লেদুর আমবাগানের কাছে ট্রাক-বাসের চাকা সড়কের গর্তে
পুঁতে পড়ে আটকে যাওয়ায় সড়কে যানযটের সৃষ্টি হয়। শুধু ওয়ালিয়াতেই নয়
লালপুর-বনপাড়া সড়কের লালপুর, বুধিরামপুর, ভূঁইয়াপাড়া, চকনাজিপুর, ওয়ালিয়া
পুলিশ ফাঁড়ির সামনে সহ অন্তত ১০টি স্থানে সড়কের মরণ দশা। গত বছর ওই সড়কের
কিছু কিছু স্থানে সড়ক ও জনপদ বিভাগ সংস্কার কাজ করলেও এবছর বর্ষায় নতুন
নতুন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে।স্থানীয়রা জানান, বর্ষার সময় বৃষ্টির পানি
সড়কে জমার কারণে গাড়ি চলাচলের সময় সড়কের পাথর ও বিটুমিন উঠে গর্তের
সৃষ্টি হয়। তারপর যত বৃষ্টিপাত হয় সড়ক তত নরম হয়ে যায়। ফলে এক সময় গাড়ি
চলাচল করতে গিয়ে সড়কে গাড়ির চাকা পুঁতে যায়।