জয় মহন্ত অলক
ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের বড় খোচাবাড়ি এলাকায় সড়ক দুঘটনায় রমজান আলী
(৪৫),আব্দুল গফফার (৪৯) ও রোজিনা (২৪) নামে ৩ জন মারা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে (পৌনে ১২টায়) ঠাকুরগাঁও-
দিনাজপুর মহাসড়কের বড় খোচাবাড়ি এলাকায় পঞ্চগড় থেকে
দিনাজপুরগামি গীতাঞ্জলী নামের গেটলকবাস ও দিনাজুরের বীরগঞ্জ
থেকে ছেড়ে আসা পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে
দুজন এবং পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আরো এক জনের
মৃত্যু হয়। নিহত রমজান আলী ও আব্দুল গফফারের বাসা দিনাজপুর বীরগঞ্জ
উপজেলার রাজবাড়ি এবং রোজিনার বাসা একই উপজেলার প্রাণ নগরে।
নিহত সকলেই পিকাপ ভ্যানের যাত্রি ছিলেন।