শোয়াইব আড়াইহাজার থেকেঃ
হাট তবে হাটার যায়গা নেই এমন চিত্র লক্ষ করা করা গেছে আড়াইহাজার ধন্দীর বাজার গরু মহিষের হাটে। ইদের বাকি সময় ৪ দিন হাটে তবু উপচে পড়া ভির যদি পছন্দ হয়ে যায় তবে ক্রয় করে ফেলছেন ক্রেতারা।তবে গত বছেরের তুলনায় একটু বেশি দাম চাইছে বিক্রেতারা।যেসমস্ত দেশি গরুগুলো ৪০-৪৫ হাজার টাকা তা এবার কিনতে হচ্ছে ৫৫-৬০ হাজার টাকা।এখন পর্যন্ত হাটে ভারতের গরু প্রবেশ করে নি যার কারনে হয়তো দাম চাইছে বেশি।হাটে রয়েছে আইন শৃঙ্খলার করা নজরদারি। যেই গরুটার ছবি তুলে ধরা হয়েছে তার দাম ১ লাখ ১৫ হাজার বলার পরও ছাড়ছে না বিক্রেতা। পাশাপাসি ভির জমে আছে আগুনে পুড়া নতুন ছুরি, চাপাটি বানানো কাজে।সেখানেও চাহিদা খুব বেশি। তবে যেখানে যেমটা হোক না কেন পছন্দের মাজে ক্রয় করবেন কুরবানির পশু এবং নতুন করে বানাবেন ছুরি সহ মুল্যবান কুরবানি করার সরঞ্জাম জিনিস আর ইদ করবেন আনন্দের সাথে।