রামগঞ্জ প্রতিনিধি : রামগঞ্জে ব্যবসায়ীর চোরাইকৃত ট্রাক
ভর্তি ৮টি গরু সোমবার ভোররাতে চাটখিল উপজেলার দশঘরিয়া
বাজার নামস্থান স্থান আটক করে গ্রামবাসি। এ সময়ে সন্দেহ
জনক ভাবে পুলিশ বেলায়েত (৩৫) নামে একজনকে আটক করে।
স্থানীয় সুত্রে জানাযায়, রামগঞ্জের হিরাপুর গ্রামের গরু
ব্যবসায়ী মফিজ মিয়ার বাড়ি থেকে সোমবার ভোর রাতে চোর চক্র
ট্রাক ভর্তি করে ৮টি গরু নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে।
চাটখিল উপজেলার দশঘরিয়া বাজার নামক স্থানে ভোর সাড়ে ৫টা
স্থানীয় চোরাইকৃত গরুসহ ট্রাক পৌছলে স্থানীয়রা গাড়ীূ
থামিয়ে চোরদের দাওয়া করে। সংবাদ পেয়ে চাটখিল থানার পুলিশ
ট্রাকসহ ৮টি গরুকে জব্দ করে।
ব্যবসায়ী মফিজ মিয়া জানায়, কুরবান ঈদ এর জন্য তিনি শুক্রবার
চাঁদপুর জেলার হাজীগঞ্জ বাজার থেকে ২৫টি গরু ক্রয় করে
নিজবাড়িতে রেখে বিক্রয় করতেছি। সোমবার ভোরারাতে ৮টি
গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময়ে চাটখিল উপজেলার দশঘরিয়া
বাজার পৌছলে স্থানীয়রা গাড়ী আটক করে চোরের চক্রকে দাওয়া
করে ।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তোতা মিয়া
জানান, চাটখিল থানার উদ্ধারকৃত ট্রাকভর্তি গরু গুলো রামগঞ্জ
থানার হেফাজতে রয়েছে।
রামগঞ্জে প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে
৩লাখ টাকা ছিনতাই
রামগঞ্জ প্রতিনিধি : রামগঞ্জের ভ্রাক্সম্যপাড়া গ্রামের সদ্য প্রবাস
ফেরত শরীফ হোসেন (৩৮)কে রোববার সন্ধ্যায় পাশ্ববর্তী বইছাতলী
গ্রামে হাজী আব্দুল মান্নানের বাড়ির সামনে অস্ত্রের মুখে
জিম্মি করে নগদ ৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে যায়। সোমবার
দুপুরে শরীফ হোসেন রামগঞ্জ থানায় অপহরনকারী বইছাতলী
গ্রামের কামরুল হোসেন (৩১) ও রাব্বানীর (২৮) কে আসামী করে
থানায় অভিযোগ দায়ের করে।
শরীফ হোসেন জানান, উপজেলার ভ্রাক্সম্যপাড়া গ্রামের পাশ্বর্তী
ফরিদগঞ্জ সীমান্তবর্তী বইছাতলী গ্রামের তানভীর মাষ্টারের পাওনা
টাকা দিতে গিয়ে একই গ্রামের হাজী আব্দুল মন্নানের বাড়ির
নামক স্থানে পৌছা মাত্রে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি
করে ৩লাখ টাকা নিয়ে যায়। সৃষ্ঠ ঘটনায় ২জনকে আসামী করে
থানায় অভিযোগ দায়ের করেছি।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তোতা মিয়া
জানান, সৃষ্ঠ ঘটনায় থানা পুলিশ যাছাই বাছাই করছে।রামগঞ্জে চোরাইকৃত ট্রাক ভর্তি ৮টি গরু
উদ্ধার আটক-১
রামগঞ্জ প্রতিনিধি : রামগঞ্জে ব্যবসায়ীর চোরাইকৃত ট্রাক
ভর্তি ৮টি গরু সোমবার ভোররাতে চাটখিল উপজেলার দশঘরিয়া
বাজার নামস্থান স্থান আটক করে গ্রামবাসি। এ সময়ে সন্দেহ
জনক ভাবে পুলিশ বেলায়েত (৩৫) নামে একজনকে আটক করে।
স্থানীয় সুত্রে জানাযায়, রামগঞ্জের হিরাপুর গ্রামের গরু
ব্যবসায়ী মফিজ মিয়ার বাড়ি থেকে সোমবার ভোর রাতে চোর চক্র
ট্রাক ভর্তি করে ৮টি গরু নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে।
চাটখিল উপজেলার দশঘরিয়া বাজার নামক স্থানে ভোর সাড়ে ৫টা
স্থানীয় চোরাইকৃত গরুসহ ট্রাক পৌছলে স্থানীয়রা গাড়ীূ
থামিয়ে চোরদের দাওয়া করে। সংবাদ পেয়ে চাটখিল থানার পুলিশ
ট্রাকসহ ৮টি গরুকে জব্দ করে।
ব্যবসায়ী মফিজ মিয়া জানায়, কুরবান ঈদ এর জন্য তিনি শুক্রবার
চাঁদপুর জেলার হাজীগঞ্জ বাজার থেকে ২৫টি গরু ক্রয় করে
নিজবাড়িতে রেখে বিক্রয় করতেছি। সোমবার ভোরারাতে ৮টি
গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময়ে চাটখিল উপজেলার দশঘরিয়া
বাজার পৌছলে স্থানীয়রা গাড়ী আটক করে চোরের চক্রকে দাওয়া
করে ।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তোতা মিয়া
জানান, চাটখিল থানার উদ্ধারকৃত ট্রাকভর্তি গরু গুলো রামগঞ্জ
থানার হেফাজতে রয়েছে।
রামগঞ্জে প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে
৩লাখ টাকা ছিনতাই
রামগঞ্জ প্রতিনিধি : রামগঞ্জের ভ্রাক্সম্যপাড়া গ্রামের সদ্য প্রবাস
ফেরত শরীফ হোসেন (৩৮)কে রোববার সন্ধ্যায় পাশ্ববর্তী বইছাতলী
গ্রামে হাজী আব্দুল মান্নানের বাড়ির সামনে অস্ত্রের মুখে
জিম্মি করে নগদ ৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে যায়। সোমবার
দুপুরে শরীফ হোসেন রামগঞ্জ থানায় অপহরনকারী বইছাতলী
গ্রামের কামরুল হোসেন (৩১) ও রাব্বানীর (২৮) কে আসামী করে
থানায় অভিযোগ দায়ের করে।
শরীফ হোসেন জানান, উপজেলার ভ্রাক্সম্যপাড়া গ্রামের পাশ্বর্তী
ফরিদগঞ্জ সীমান্তবর্তী বইছাতলী গ্রামের তানভীর মাষ্টারের পাওনা
টাকা দিতে গিয়ে একই গ্রামের হাজী আব্দুল মন্নানের বাড়ির
নামক স্থানে পৌছা মাত্রে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি
করে ৩লাখ টাকা নিয়ে যায়। সৃষ্ঠ ঘটনায় ২জনকে আসামী করে
থানায় অভিযোগ দায়ের করেছি।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তোতা মিয়া
জানান, সৃষ্ঠ ঘটনায় থানা পুলিশ যাছাই বাছাই করছে।