ঝালকাঠি সংবাদদাতাঃঝালকাঠির কাঁঠালিয়ায় আমুয়া শহীদ রাজা
ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ কবির হোসেন
(৫০) এর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল দশটায় তার
কর্মরত প্রতিষ্ঠান আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ মাঠে প্রথম
জানাজা অনুষ্ঠিত হয়। পরে বরগুনা জেলার বামনা উপজেলার বড় তালেস্বর
গ্রামে তাঁর নিজ বাড়িতে সাড়ে এগারটায় দ্বিতীয় জানাজা শেষে
পারিবারিক কররস্থানে দাফন করা হয়েছে। নিহত প্রভাষক কবির উদ্দিন
বামনা উপজেলার বড়তালেশ্বর গ্রামের মৃত: আ. কাদের হাওলাদারের পুত্র।
তিনি সোমবার (৫ সেপ্টম্বর) দুপুরে কাঠালিয়া-পাথরঘাটা সড়কের
আমুয়া ফেরিঘাট সংলগ্ন বামনার চালিতাবুনিয়া চেচাং নামক
স্থানে সড়ক দূর্ঘটনায় নিহত হন। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা
ঘাতক বাসটিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এঘটনায় বামনা
থানা পুলিশ বাসের ড্রাইভার মো. আলী আকবার কে গ্রেফতার করেছে ।