মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি।
নওগাঁর আত্রাইয়ে এনামুল নামে(২৩) এক যুবকে দুবৃত্তরা ধারালো খুড়ের আঘাতে
পুরো শরীর ক্ষত-বিক্ষত করেছে। এনামু্ল উপজেলার মনিয়ারী গ্রামের আব্দুস
সাত্তরে পুত্র।
রবিবার বেলা ১২টায় সময় এই হত্যার চেষ্টা ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, এনামলু্ জমি ক্রয়বিক্রয় কাজে উপজেলার সাব
রেজিস্টার অফিসে আসলে দুবৃত্তের একজন পাশে চাযের দোকানের ডেকে নিয়ে
যায়।দোকানের ভিতর পুর্ব থেকে লুকিয়ে থাকা অন্য দুবৃত্তরা এনামু্ের ওপর ঝাঁপিয়ে
পড়ে ধারালো খুড় দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে
ক্ষত-বিক্ষত করে ।
স্থানীয়রা তাকে উদ্ধার করে অাত্রাই উপজেলা হাসপাতালে নিয়ে এলে অবস্থা
আশঙ্কাজনক হওযায় রাজশাহী মেডিকাল হাসপালে পাঠানো হয়।
এব্যপারে আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুদোজ সরকার ঘটনা সত্যতা
স্বীকার করে বলেন, খবর পেয়ে নিজ ঘটনা স্থল পরিদর্শন করেছি। এ ঘটনার
প্রকৃত কারণ জানা যায়নি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে
প্রয়োজনী প্রদক্ষেপ নেব।