ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির রাজাপুরের তারাবুনিয়া
গ্রামের চান্দেরহাট এলাকায় জালাল হাওলাদারের ঘরে সীধ কেটে
চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতের এ ঘটনায়
চোরের হামলায় গৃহবধূ রিনা বেগম আহত হয়েছে। আহতকে
রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র
জানায়, গভীর রাতে একদল চোর সীধ কেটে প্রবেশ করে দেশীয়
অস্ত্রেরমুখে ঘরের লোকজন জিম্মি করে ১৪ হাজার টাকা, ৪ জোড়া
কানের ধুল, ২টি গলার চেইন ও মোবাইল নিয়ে যায় এবং গৃহবধূ
রিনাকে মারধর করে। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া
হবে।