মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
রাজধানী কল্যাণপুরে এবং কিশোরগঞ্জে শোলকিয়া ঈদগাহ মাঠের পার্শ্ব জঙ্গি হামলার
প্রতিবাদে সারা দেশের ন্যায় নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান
জঙ্গিবাদ বিরোধী মানবন্ধন কর্মসূচী পালন করেছে । শনিবার সকাল ১০.০০ ঘটিকায়
গোপালপুর ডিগ্রী কলেজ ,নর্থ বেঙ্গল সুগার মিলস্ধসঢ়; হাইস্কুল, চকনাজিরপুর
ভোকেশনার এন্ড বি,এম কলেজ, ওয়ালিয়া হাকিমুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,
ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় , হাজির হাট উচ্চ বিদ্যালয়ের উদ্বোগে শিক্ষক-শিক্ষিকা,
কর্মচারী ,ছাত্র-ছাত্রীও অভিভাবক বৃন্দ মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন ।
মানববন্ধন শেষে ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে জঙ্গীবাদ বিরোদী এক আলোচনায়
বক্তারা বলেন, দেশ থেকে সন্ত্রাস ,নাশকতা ও জঙ্গীবাদ দুরকরতে দেশের প্রশাসনের পাশাপাশি
নিজেদের ও হতে হবে সঞ্চার হতে হবে । সন্ধেও ভাজন এমন কিছু নজরে পরলে তাৎখনিক
প্রশাসনের নজরে দেওয়া আমাদের কর্তব্য । শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা যেন জঙ্গীদের
সাথে যুক্ত হতে না পারে এই লক্ষে বক্তারা শিক্ষার্থীদের মাঝে গঠন ও শিক্ষা মূলক বক্তব্য
প্রদান করেন একই সাথে অভিভাবক বৃন্দের প্রতি তাদের সন্তানের নজর দারীতে রাখার জন্য
বিশেষ ভাবে অনুরোধ করেন । বক্তব্য রাখেন ওয়ালিয় ইউপি চেয়রম্যান আনিছুর
রহমান(মাষ্ঠার),হাজির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী,হাকিমুনেচ্ছা
বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপাপ্ত প্রধান শিক্ষক ইদ্রীস আলী, নাটোর জেলা মুক্তি যোদ্ধা
কমানন্ডার আব্দুর রউফ্ধসঢ়; সরকার, ওয়ায়লিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী প্রমুখ।