শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:২৫ অপরাহ্ন

আশুলিয়া ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী’ সুমন আহমদ ভুঁইয়া

মোঃ ফরহাদ হোসেন স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে
  ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ঘন কুয়াশা ও বিভিন্ন শিল্পকারখানা চালু থাকার কারণে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও দিনের শেষে ভোটারদের উপস্থিতি বেশি দেখা যায় প্রায় কেন্দ্রেই। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় থেকে ভোট গ্রহণ শুরু হয়। ইভিএম এর মাধ্যমে চলে ভোটগ্রহন। উপনির্বাচন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ ভুঁইয়া (আনারস) প্রতীক নিয়ে ১১,৬২০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন মুসা (নৌকা) পেয়েছেন ৮,৫৬৮। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রার্থী উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করেন। আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতিক) নিয়ে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা,স্বতন্ত্র থেকে (আনারস প্রতিক) নিয়ে প্রতিদন্দিতা করছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভুঁইয়া,অন্যান্য প্রার্থীরা হলেন দেলোয়ার হোসেন সরকার(চশমা প্রতিক) বকুল ভুঁইয়া (ঘোড়া ),মোঃ আবুল হোসেন (মোটরসাইকেল ),মোঃ আকবর হোসেন মৃধা (অটোরিক্সা ), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনিত প্রার্থী মোঃ আব্দুর রহমান(হাত পাখা )। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে সরজমিন ঘুরে দেখা যায়, ভোট গ্রহণ কার্যক্রম মনিটরিং করতে মাঠে রয়েছেন সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কেন্দ্রসহ কেন্দ্রের আশপাশে সকাল থেকে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। বেশ কয়েকটি প্রিজনভ্যানও দেখা গেছে আশপাশে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটের মাঠে কাউকে কোনো বাধা দেয়নি। বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়,নির্বাচনে আসা ভোটারা বিভিন্ন স্কুল মাঠে অবস্থান করেছিলেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়তে থাকে। পুলিশের পাশাপাশি র‌্যাব,আনসার সদস্য ও গোয়েন্দা পুলিশের সদস্যরাও নির্বাচন মাঠে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলেন। উল্লেখ্য,ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ আহম্মদ ভুঁইয়ার মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪২টি কেন্দ্রের ২৮৫টি ভোটকক্ষে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলে। ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে মোট ভোটার ৮৬ হাজার ৩৬১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৪৫ হাজার ৮৯০,মহিলা ৪০ হাজার ৪৭১ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451