শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন

এখন শেখ হাসিনা বিশ্বনন্দিত নেত্রী : আব্দুর রহমান

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, ক্ষুদ্র ও নিম্ন আয়ের দেশ থেকে শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন। বাংলা ভাইসহ এ ধরনের সন্ত্রাসী ও জঙ্গিবাদের নির্মূল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখন দেশের সীমা পেরিয়ে বিশ্বনেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ বিশ্বনন্দিত নেত্রী।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে উদ্বোধক হিসেবে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘শেখ হাসিনা শত ব্যস্ততার মধ্যেও দেশের সব নেতাকর্মীর খোঁজখবর নেন। তিনি দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে তাঁর সিদ্ধান্তকে মেনে নিই। ‘

আব্দুর রহমান বলেন, ‘ভোটের চিন্তা আমাদের করার দরকার নেই। আমরা দেশের জনগণের জন্য কাজ করলে এবং সংগঠনকে সুন্দর করলে এ দেশের মানুষ সংগঠনকে আপন করে ভালোবেসে প্রাণভরে ভোট দেবেন। ‘

খালেদা জিয়া ও তারেক রহমানকে ইঙ্গিত করে তিনি বলেন, যেহেতু তাঁরা দণ্ডিত আসামি ও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, তাই তাঁরা নির্বাচন করতে চান না। বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা দু-একজন নেতার কথা না ভেবে নির্বাচনে আসেন। ‘

হুঁশিয়ারি দিয়ে আব্দুর রহমান বলেন, ‘আপনারা যদি না আসেন, আপনারা নির্বাচন বর্জনের নামে যদি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন তাহলে এর সঠিক বিচার আমার আওয়ামী লীগের সাংগঠনিক নেতাকর্মীরাই করবে। ‘

তিনি শেখ হাসিনাকন্যা সায়মা ওয়াজেদ পুতুলের কথা উল্লেখ করে বলেন, ‘তিনি বাংলাদেশের প্রতিবন্ধীদের পুনর্বাসন নিয়ে কাজ করছেন। এ বিষয়ে তাঁর দেওয়া ধারণাপত্র পৃথিবীর ৮৭টি দেশ গ্রহণ করেছে। এটা আমাদের জন্য দারুণ গর্বের বিষয়। ‘

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদারের সঞ্চালনায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।

সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাংসদ প্রফেসর মেরিনা জাহান কবিতা, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস।

এতে বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সাংসদ তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা আংশিক) আসনের সাংসদ ডা. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ (চৌহালী-বেলকুচি) আসনের সাংসদ মোমিন মণ্ডল, সিরাজগঞ্জ-৫ (উল্লাপাড়া) আসনের সাংসদ তানভীর আহমেদ।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০১৫ সালের ৮ জানুয়ারি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সম্মেলনের মাধ্যমে আসা প্রবীণ ও নতুনদের নেতৃত্বে সিরাজগঞ্জ আওয়ামী লীগ আরো শক্তিশালী হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451