গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ ফুলছড়ি উপজেলায় কৃষি
পুনর্বাসন কর্মসূচীর আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের
চারা বিতরণ করা হয়েছে।
ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায়
উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকির হাট এলাকায় কৃষি পুনর্বাসন
কর্মসূচীর আওতায় ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া, উদাখালী, গজারিয়া ও উড়িয়া
ইউনিয়নের ৪শ’ ৮০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে এক বিঘা করে
জমিতে রোপনের জন্য আমন ধানের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি চারা
বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে
রাব্বী মিয়া এমপি।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-
পরিচালক শাহা আলম, গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক
আ.কা.মো. রুহুল আমিন, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা
নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোলা, ফুলছড়ি থানার অফিসার
ইনচার্জ (ওসি) খায়রুল বাশার, উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিঠুন কুন্ডু, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান
আব্দুল হালিম সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বাবলু, জেলা
যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাবেক
সাধারন সম্পাদক মেহেদী হাসান বাবু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক
সিদ্দিকুর রহমান বাবু প্রমুখ।
পরে একই স্থানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বন্যা ও নদী
ভাঙনে ক্ষতিগ্রস্ত ২শ’ পরিবারের প্রত্যেককে ১ হাজার টাকা ও শুকনো খাবার
বিতরণ করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।