ঝালকাঠি সংবাদদাতাঃ-জঙ্গিবাদ নিপাত যাক, মানবতা মুক্তি
পাক” এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলা
পরিষদের সামনে বুধবার সকালে উপজেলা মহিলা পরিষদের আয়োজনে
জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শান্তি
সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ শান্তি সমাবেশ ও মানববন্ধনে
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা
মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, ওসি শেখ
মুনিরুউল গিয়াস, উপজেলা মহিলা পরিষদ সভাপতি মাহাম্মুদা
খানম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ-আলম নান্নু, মঠবাড়ি
ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার, ঝালকাঠি মহিলা
পরিষদ সহ-সভাপতি কামরুন নেছা আজাদ, ইউরেকা নুর মিলি ও
নাজনিন নাহার পাখি প্রমুখ।