বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ এর তৃতীয় বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত

মোঃ সাইদুর রহমান ,আশুলিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২৩৯ বার পড়া হয়েছে

বুধবার ১৬ ডিসেম্বর বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ এর আয়োজনে গাজীপুরের সাবাহ্ গার্ডেনে তৃতীয় বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমন হাসান, সভাপতি কেন্দ্রীয় কমিটি বয়লার ওয়েলফেয়ার বাংলাদেশ, জনাব, রিয়াজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদাত হোসেন বাচ্চু, সিইও রিয়েলটেক

ইঞ্জিনিয়ারিং,বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম (প্রিন্স) সিইও,আর, এস বয়লার, মোঃ আরিফুল ইসলাম (রকি) ম্যানেজার থার্মেক্স,অথোরাইডজ,ডিস্টিবিউটর, মোঃ রফিকুল ইসলাম (রকি) ম্যানেজিং ডিরেক্টর, আর এস বয়লার লিঃ, মোঃ সাইফুল ইসলাম, ইনফিনিটি মার্কেটিং প্রতিনিধি,
সাইফুল ইসলাম জনী, ম্যানেজার গোল্ডেন মডেল ইঞ্জিনিয়ারিং লিঃ, মোঃ মাসুদ রানা ,সহ-সাধারন সম্পাদক বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ,
মোঃ শমসের আলী পোপ্রাইটর সুমি এন্টারপ্রাইজ, মোঃ জাহিদ হাসান এম ডি গোল্ডেন বয়লার কোঃ লিঃ,মোঃ রফিকুল ইসলাম,ম্যানেজিং ডিরেক্টর নিউ মডেল বয়লার, মোঃ আবু কাফি জন্নন,পোপ্রাইটর, ওরিয়েন্স বয়লার, মোঃ নূরুল ইসলাম ম্যানেজার ইউনিভার্সেল ট্রেড সেন্টার লিঃ, ইঞ্জিঃ এম,এ হাবিব, ম্যানেজিং ডিরেক্টর সিমেন্স ইঞ্জিনিয়ারিং, মোঃ রফিক ফিয়ামি বয়লার এন্ড ইলেকট্রিক সার্ভিস,আবদুল বারী পোপ্রাইটর আসিফ এন্টারপ্রাইজ, শাকিল মাহমুদ, সেলিম ট্রেডার্স,মোঃ পিন্ট হামিম বয়লার ইন্জিনিয়ারিং,

সুমন কর্মকার,ডিরেক্টর টেকনিক্যাল,এডভান্স পাওয়ার ইন্জিনিয়ারিং,লিঃ, মোঃ হেলাল উদ্দিন সিইও ,গুলোভাল ইন্জিনিয়ারিং বয়লার কোঃ,
মোঃ রমজান আলী, পোপ্রাইটর জেড এন্ড বয়লার বিডি লিঃ,মোঃ আসাদুজ্জামান ম্যানেজিং ডিরেক্টর বেলজিয়াম বয়লার, ইঞ্জিনিয়ার আরিফ আহম্মেদ, টেক্সর্টাস ইন্জিনিয়ারিং লিঃ,মোঃ জাফর ইকবাল, ম্যানেজিং ডিরেক্টর, নবাবপুর বয়লার, বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ এর সকল নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন ।এসময় বয়লার ওয়েলফেয়ার অফ সোসাইটি বাংলাদেশ এর সকলেই বাংলাদেশ সরকার ও শিল্প মন্ত্রনালয় এর প্রতি তাদের দশ দফা প্রানের দাবি উল্লেখ করে বলেন ১.বয়লার অধিদপ্তরের ওয়েব সাইডে ছবি সংযুক্ত করতে হবে.২.বয়লার পরিচারক সনদে বাংলার পাশাপাশি ইংরেজি যুক্ত করতে হবে.৩. বয়লার পরিচারক সনদ অর্জন করার নিয়ম সবার জন্য সমান করতে হবে. ২য় শ্রেনী না করে কেউ যেনো প্রথম শ্রেনী অর্জন করতে না পারে. ৪. বয়লার ৫ টনের থেকে বড় হলেই প্রথম শ্রেনী বয়লার পরিচারক নিয়োগ দেয়ার জন্য বয়লার অধিদপ্তর থেকে র্নিদেশ প্রদান করে বাধ্য করতে হবে.৫. বয়লার ৫ টন অতিক্রম করলেই হেলপার নেওয়ার জন্য নিয়ম চালু করতে হবে. কারন আজকের হেলপার আগামীদিনের দক্ষ বয়লার পরিচারক. ৬ বয়লার রেজিষ্ট্রেশন বা নবায়নের সময় বয়লার অধিদপ্তর থেকে নির্দিষ্ট ডাটা সিট প্রদান করতে হবে. ৭. বয়লার পরিচারকদের জন্য সরকারি ভাবে জীবন বীমা চালু করার উদ্দোগ গ্রহণ করতে হবে. ৮.বয়লার অধিদপ্তর, বছরে কমপক্ষে ৪ টা ওয়ার্কসপ করে, বয়লার পরিচারকদের জ্ঞ্যানের পরিধি, ৯, যে সকল প্রতিষ্ঠান রেজিষ্ট্রেশন বিহিন বয়লার চালনা করবে তার বিরুদ্ধে অভিযোগ কারির পরিচয় গোপন রাখতে হবে এবং বয়লার অধিদপ্তর যে পরিমান জরিমানা করবে তার ২৫% অভিযোগ কারিকে প্রদান করতে হবে,১০,বৈধ লাইসেন্স ধারী বয়লার পরিচারক বিহিন, বয়লার পরিচালনা করলে, কত মাস যাবৎ বয়লার পরিচালনা করছে তা হিসাব করে পরিচারকদের ঐ সময়ের বেতন তুলনা করে প্রতিষ্ঠান কে জরিমানা করার নিয়ম চালু করা হোক, ১১. এছাড়াও তারা বলেন দুস্থ অসহায় বয়লার অপারেটরদের পরিবারের প্রতি সরকার ও শিল্প মন্ত্রণালয়ের সু- দৃষ্টি কামনা করেন।
পরিশেষে মোঃ রফিকুল ইসলাম প্রিন্স বলেন প্রতি বছর ২-৩ জন বয়লার অপারেটর কে আমরা ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ এর ব্যবস্থা করবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451