মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
সোমবার রাতে নাটোরের লালপুর উপজেলার লালপুর বাজারো শিশির ব্যাটারী
হাউজ এবং মোজাম স্টোর নামের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ৩ লক্ষাধিক
টাকার মালামাল চুরি হয়েছে।
জানা গেছে, চোরেরা শিশির ব্যটারী হাউজের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে
নগদ টাকা এবং ১৪ টি নতুন ও কয়েকটি পুরাতন বড় ব্যাটারী এবং
একই উপায়ে মোজাম স্টোর ঢুকে তারা নগদ টাকাসহ মালামাল নিয়ে
পালিয়ে যায়।
লালপুর বাজার বনিক সমিতির সভাপতি মাহমুদুল হক মুকুল চুরির ঘটনার
সত্যতা নিশ্চিত করেন।
এব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান,
মঙ্গলবার দুপুর পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি।