মোঃ লাভলু মিয়া রংপুর প্রতিনিধি * রংপুরে অভিযান চালিয়ে মামলার চাজশিটভুক্ত আসামি জামায়াতের ইউনিয়ন আমিরসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জেলার গঙ্গাচড়া ও
পীরগাছা উপজেলায় তাদের গ্রেফতার করা হয় ৷ গ্রেফতারকৃত দুইজন হলেন গঙ্গাচড়া উপজেলার বেতগারি ইউনিয়নের মৌলিবিপারা গ্রামের মৃত সাজিম উদ্দিনের ছেলে জামায়াতের ইউনিয়ন আমির আফাজ উদ্দিন ও পীরগাছার তাম্বুলপুর এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে জামায়াত কমি মাহাবুবুর রহমান গঙ্গাচড়া থানার ওসি মোঃজিন্নাত আলী বলেন গ্রেফতারকৃত আফাজ উদ্দিন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি