হেলাল শেখ- ঢাকা ঃ
আসন্ন পবিত্র ঈদুল আজাহায় ঘর মুখো যাত্রীদের সুবিধার্থে
সোমবার ২৯ আগস্ট ২০১৬ থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি
শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে।
জানা গেছে, ঢাকার কমলাপুর ও চট্রগ্রাম এবং সিলেট রেলওয়ে
স্টেশন থেকে সকাল ৮ টায় অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, একজন যাত্রীকে সর্বাধিক ৪টি
টিকেট দেয়া হবে। রেলওয়ে সুত্র জানায়, অগ্রিম টিকেট বিক্রির
জন্য ২৯ আগস্ট থেকে শুরু, ১০ সেপ্টেম্বরের যাত্রার টিকেট সেপ্টেম্বর
এবং ১১ সেপ্টেম্বরের যাত্রার টিকেট ২ সেপ্টেম্বর বিক্রি করা হবে।
বিশেষ করে পবিত্র ঈদুল আজাহা’র যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে
বাংলাদেশ রেরলওয়ে রাজশাহী,রংপুর, দিনাজপুর,লালমনিরহাট, খুলরনা ও সিলেট
থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকেট বিক্রি শুরু করা হয়েছে। ১৪
সেপ্টেমম্বরের যাত্রার টিকেট ৫ সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বরের যাত্রার টিকেট ৬
সেপ্টেম্বর, ১৬ সেপ্টেম্বরের যাত্রার টিকেট ৭ সেপ্টেম্বর, ১৭ সেপ্টেম্বরের যাত্রার
টিকেট ৮ সেপ্টেম্বর এবং ১৮ সেপ্টেম্বরের যাত্রার টিকেট ৯ সেপ্টেম্বর বিক্রি
হবে। অন্যদিকে বাসের অনেক যাত্রী বলছেন, আগের ঈদের চেয়ে কিছুটা কম
যানজট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে, কিন্তু আমরা দেখছি, আসন্ন
ঈদুল আজহায় বাসের যাত্রীদের দুর্ভোগ বাড়তে পারে। কারণ, গত ঈদে ঢাকার
গাবতলী হতে গাজীুর চন্দ্রা পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ ঘন্টার দীর্ঘ
যানজটের কারণে চরম দুর্ভোগে পড়তে হয়েছিলো।