জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর নামক স্থানে বাসের ধাক্কায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬.৩০ টায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গনি মাসুদ ঠাকুরগাঁও শহরের সরকার পাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে হক এন্টারপ্রাইজ নামে একটি গেটলক বাস সালান্দর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল আরোহী আব্দুল গণি মাসুদ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয় লোকজন ঘাতক বাসটি আটক করে।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল মান্নান দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।