রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জে রূপগঞ্জে বাড়ি থেকে বের হওয়ার
রা ̄Íা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন নজিবুল মিয়া নামে এক
যুবককে কুপিয়ে ̧রুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে
উপজেলার সদর ইউনিয়নের সুলপিনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নজিবুল মিয়া
সুলপিনা এলাকার আবুল হাসেম মিয়ার ছেলে।
আহতের পিতা আবুল হাসেম মিয়া জানান,একই এলাকার হাসেম মোল্লার স১ে⁄২
আবুল হাসেম মিয়ার দীর্ঘ দিন ধরে জমি সংμান্ত বিরোধ চলে আসছিলো। এরই
জের ধরে গত ৩ তিন আগে হাসেম মোল্লাসহ তার লোকজন আবুল হাসেমের বাড়ি
থেকে বের হওয়ার রা ̄Íা বন্ধ করে দেয়।
পরে আবুল হাসেম মিয়া বিষয়টি ̄’ানীয় গন ̈মান ̈ লোকজনদের জানান। ̄’ানীয়
লোকজন হাসেম মোল্লাকে জুম্মার নামাজের পর মসজিদে ডেকে এনে বিচার
সালিশের মাধ ̈মে রা ̄Íা খুলে দিতে বলে । হাসেম মোল্লা ̄’ানীয়দের কথামতো বিচার
সালিশ মেনে নিয়ে রা ̄Íা খুলে দেয়।
এদিকে, সোমবার সকালে আবুল হাসেমের ছেলে নজিবুল মিয়াকে প্রতিপক্ষ
হাসেম মোল্লার দুই ছেলে সানাউল্লাহ ও আসাদুল্লাহ বাড়ি থেকে ডেকে নির্জন
̄’ানে নিয়ে যায়। পরে সানাউল্লাহ ও আসাদুল্লাসহ তাদের লোকজন নজিবুল মিয়ার
হাতপা বেঁধে ধারালো অ ̄¿ ও রড দিয়ে কুপিয়ে জখম করে। পরে ̄’ানীয় লোকজন
নজিবুল মিয়াকে উদ্ধার করে উপজেলা ̄^া ̄’ ̈ কমপ্রে∙ে ভর্তি করেন। পরে তাকে
উন্নত চিকিৎসার জন ̈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব ̈রত
চিকিৎসক।
এ ব ̈পারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ
ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে অভিযু৩দের বিরুদ্ধে
ব ̈ব ̄’া নেয়া হবে।