রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের উদে ̈গে ও
সমাজ সেবক লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভূইয়ার সহযোগিতায় সমাজ সেবা
অধিদপ্তরের “সরকারী শিশু পরিবাবারের” বালিকা শাখার কয়েক শতাধীক শিশুর মাঝে
বিনামূলে ̈ চিলিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার
কেন্দুয়া এলাকার সরকারী শিশু পরিবারারের (বালিকা) মধে ̈ এ ঔষধ বিতরণ সম্পন্ন হয়।
শিশুদের মাঝে ঠান্ডাজ্বর, সর্দিকাশি ও বিভিন্ন ভিটামিন জাতীয় ওষুধ বিতরণ করা
হয়। ওষুধ বিতরণকালে উপি ̄’ত ছিলেন, বিশিষ্ট কলামিষ্ট, গবেষক ও রূপগঞ্জ
প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, সাংবাদিক মকবুল হোসেন, হাজ্বী
খলিল সিকদার, এ হাই মিলন, এস এম শাহাদাত, শিশু পরিবার দায়িত্বরত কর্মকর্তা
মনির হোসেন, শিক্ষিকা রিতানন্দী, সামিমা আ৩ার, নুরুন নাহার, রেহেনা বেগম
প্রমুখ। পরে শিশুদের স১ে⁄২ সংক্ষিপ্ত আলোচনা করেন উপি ̄’ত সকলে।