গোলাম সারোয়ার,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ান
(বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান এবং
টাস্কফোর্স অপারেশনে উদ্ধার করা । সোমবার বেলা ১১ টায় নওগাঁস্থ ৪৩ বিজিবি
ব্যাটালিয়ন সদর দপ্তরে এগুলো ধ্বংস করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে মাদকদ্রব্য ধ্বংসের উদ্বোধন করেন, রংপুর উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার
অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধূরী
এনডিসি, পিএসসি। ধ্বংসকৃত মাদকদ্রব্য গুলোর মধ্যে ভারতীয় ফেন্সিডিল ১৩
হাজার ৬৯০ বোতল, বিভিন্ন প্রকার মদ ৮৪৮ বোতল, ভারতীয় ইনজেকশন ৪ হাজার ৯২৯
পিস, চোলাই মদ ৬২০ লিটার, ভারতীয় গাঁজা চার কেজি, হিরোইন ছয় মিলি
গ্রাম, কফ সিরাপ ডি এক্স ২৯ বোতল, নেশা জাতীয় ট্যাবলেট ২৬৬টি, কালটার বিষ
চার লিটার।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমিরুল ইসলাম, অতিরিক্ত
পুলিশ সুপার রকিবুল ইসলাম, ৪৩ বর্ডার গার্ড অধিনায়ক পরিচালক জাহিদ
হাসান, মাদকদ্রব্যের সহকারি পরিচালক রাজিউর রহমান, ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামান
এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ৪৩ বর্ডার গার্ড
অধিনায়ক পরিচালক জাহিদ হাসান জানান, গত এক বছরে উদ্ধারকৃত এসব ধ্বংস
করা মাদকদ্রব্যের আনুমানিক মুল্য প্রায় ৭১ লাখ ৭০ হাজার ৫৩০ টাকা।