গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী :
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা গ্রামের
সাইফুল ইসলাম কর্তৃক দাদনের টাকা পরিশোধ না করায় তার বাড়ি-ঘর
জোর পূর্বক লিখে নেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, সাইফুল ইসলাম একই গ্রামের অছিমুদ্দিনের পুত্র দাদন
ব্যবসায়ী আমিরুল ইসলামের কাছ থেকে বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে প্রায়
২ লক্ষ টাকা ঋণ হিসেবে গ্রহণ করে। পরে টাকা পরিশোধ করতে গেলে দাদন
ব্যবসায়ী ২ লাখ টাকার স্থলে সুদসহ ১৫ লাখ টাকা দাবি করে এবং উক্ত টাকা
পরিশোধের জন্য চাপ সৃষ্টি করে। একপর্যায়ে আমিরুল ইসলাম তার দেয়া ২ লাখ
টাকার একটি চুক্তিপত্র করার কথা বলে সাইফুল ইসলামকে স্থানীয় এক মহুরীর
বাড়িতে ডেকে সেখানে ধারালো অস্ত্রের মুখে সাদা নন জুডিশিয়াল
স্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং তার কাছে থাকা বাড়ির দলিল পত্র জোর পূর্বক কেড়ে
নেয়। পরে দাদন ব্যবসায়ী আমিরুল ইসলাম কৌশলে সাদা স্ট্যাম্পে সাইফুল
ইসলামের ১৪ শতক জমির উপর নির্মিত বাড়ি-ঘর বিক্রির একটি বায়না
চুক্তিপত্র তৈরি করে হয় বলে অভিযোগ করা হয়েছে।
এব্যাপারে সাইফুল ইসলামের পুত্র আশরাফুল ইসলাম মাসুম বাদি হয়ে গত ২৩
আগষ্ট উপজেলা নির্বাহী অফিসারের নিকট বসতবাড়ি রক্ষার জন্য একটি
আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে সাঘাটা থানায় একটি সাধারণ
ডায়েরী করা হয় (নং ৬৪২/২০১৬)। সাঘাটা থানা অফিসার ইনচার্জ
মোস্তাফিজুর রহমান উক্ত ঘটনা তদন্ত এবং আইন গত ব্যবস্থা গ্রহণের
জন্য বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল আজিজকে
নির্দেশ দিলে তদন্তকারী কর্মকর্তা বুধবার ঘটনাস্থল তদন্ত করেছেন বলেও
জানা গেছে।