আড়াইহাজার প্রতিনীধি সোয়াইব:আড়াইহাজার সরকারি সফর আলী কলেজর সম্মুখে বেলা ১১ টা ৪৫ মিনিটে আড়াইহাজার টু ঢাকা একমাত্র বাস সপ্নভিলাস অন্য একটি বাসকে সাইড দিতে গিয়ে খাদে পড়ে। তবে তেমন প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু আজ এই ব্যাস্ততম রোডে জ্যাম লেগে থাকে একটু বেশি যার একমাত্র কারণ বাসটি খাদে পড়া।কেউ কেউ বলছেন কপাল ভালো পুকুড়ে পরে নি যা হলে অনেক প্রানহানির ঘটনা ঘটতো।বাসটি টেনে তুলতে অনেক সময় লাগবে বলে জানিয়েছেন উদ্দার কর্মিরা।