সোয়াইব আড়াইহাজার থানা প্রতিনীধি:
গত ২৭আগষ্ট রোজ শনিবার বিকেল ৪টায় ভোরের প্রতিভা সাহিত্য কল্যান সমিতির উদ্যেগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর প্রয়ান দিবসকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করে। তাছাড়া জাতীয় কবিতা মঞ্চে আমাদের আড়াইহাজার কে আরো শক্তিশালি করার ধারক ও বাহক যে ধরণের পদচারণ প্রয়োজন তা ভাস্তবায়িত করতে যোগ দিয়েছেন কেন্দ্রীয় ঢাকা জাতীয় কবিতা মঞ্চের সভাপতি মাহমুদুল হাসান নিজামি।প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন জনাব ডা: সায়মা ইসলাম ইভা। সভাপতিত্ত করেন বিশিষ্ট সাহিত্যিক কফিলউদ্দিন সাগর। আলোচক ছিলেন দৈনিক আলোকিত বাংলাদেশ সাংবাদিক এম এ হাকিম ভুইয়া আড়াইহাজার। মিডিয়া পাটনার সাহিত্য সাময়িকি মাসিক প্রয়াস। ছিলেন আরো জাতীয় দৈনিক সমকাল সংবাদ পত্রে সাংবাদিক। ছিলেন চিত্রশিল্পি ফটোগ্রাফার ছোট বড় কবি ও লেখক যাদের মধ্যে জাহাঙ্গির, পলাশ,সোয়াইব, মনিরুজ্জামান মানিক,আলি আশ্রাফ,আরো অনেকেই। এখানে কুরান থেকে তিলাওয়াত কবিতা পাঠ, করা হয়। এবং জাতীয় কবির আত্নার মাগফেরাত কামনা করে আলোচনা সভার মন্তব্য ঘোষনা করা হয়।