ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির নলছিটিতে মাসরাফি আব্দুলাহ (৪)
নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। শনিবার দুপুর পৌর
সভার ষ্টেশন রোডের ওই শিশুর নিজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মাসরাফি আব্দুলাহ ওই এলাকার ইরাক হোসেনের ছেলে ও দৈনিক প্রথম
আলো পত্রিকার যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের ভাতিজা। স্বজনরা
জানান, পরিবারের সকলের অগোচরে খেলার ছলে বাড়ির পাশের একটি
পুকুরের পানিতে পড়ে নিখোজ হয় মাসরাফি আব্দুলাহ। স্বজনরা তাকে
অনেক খোঁজাখুজি করে এবং পরে ঘরের পিছনের ওই পুকুরে তাকে
ভাসতে দেখে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে
চিকিৎসক মৃত ঘোষনা করেন। ছোট্ট মাসরাফির মৃত্যুর খবরে পুরো
শহর জুড়ে শোকের ছায়া নেমে আসে।।