গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার
মুক্তিনগর ইউনিয়নের ধনারূহা ফকিরপাড়া গ্রামের সুলতানা বেগম (২৭) কে
পিঁটিয়ে হত্যা করেছে শ্বশুর-শ্বাশুরী, ভাসুর ও ননদেরা। শুক্রবার রাতে তাকে
পিটিয়ে হত্যা করার পর লাশ ফাঁস দিয়ে ঝুলানোর চেষ্টা করে। পরে বিষয়টি
প্রতিবেশীরা জানতে পারলে লাশ ফেলে রেখে সবাই বাড়ি থেকে পালিয়ে যায়।
জানা গেছে, সুলতানার স্বামী সফি মিয়া রাজমিস্ত্রির কাজে ঢাকায়
থাকতো। কিন্তু বাড়িতে শ্বশুর জিয়ারু হক-শ্বাশুরী এবং ভাসুর জামরুল গৃহবধু
সুলতানা বেগমকে পছন্দ করতো না। স্বামীর অনুপস্থিতিতে প্রায়ই তার
সাথে কারণে অকারণে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর জের ধরে শুক্রবার
রাতে সুলতানার শ্বশুর বাড়ির লোকজন সুলতানাকে পরিকল্পিতভাবে পিটিয়ে
হত্যা করে। সুলতানার ৫ ও ২ বছরের পুত্র সন্তান রয়েছে।