গুরুদাসপুর প্রতিনিধি.
‘নদী বাঁচাও-চলনবিল বাঁচাও’ শ্লোগানকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলা নদী রক্ষা আন্দোলন
কমিটির আয়োজনে আগামী ১৫ সেপ্টেম্বর নন্দকুজা নৌপথে লং মার্চের সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে
প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পদ্মা নদীর চারঘাট পয়েন্ট থেকে স্লুইচগেট অপসারন ও দখল-দূষণমুক্ত করার মাধ্যমে চলনবিল তথা
নন্দকুজা, আত্রাই ও গুমানী নদীকে পূর্বের ন্যায় সচল করে শস্যভান্ডার খ্যাত চলনবিলকে মরুভুমি মুক্ত করার লক্ষ্যে
গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় নন্দকুজা নদী থেকে বড়াইগ্রামের রামাগাড়ী পর্যন্ত এক বৃহত্তর নৌবহর
নিয়ে নদীপথে লং মার্চ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
চাঁচকৈড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. সামসুল হক শেখের সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা
১১টায় রসুনহাট চত্বরে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি দেশের সর্ববৃৎ চলনবিল ও
বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব মো. মিজানুর রহমান, বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী
আলহাজ্ব মো. নাজিম উদ্দিন সরদার, উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি অধ্যাপক আত্ধসঢ়;হার
হোসেন ও সদস্য সচিব মজিবর রহমান মজনু, ছাত্রনেতা সরকার মেহেদী হাসান, সাংবাদিক আলী আক্কাস
প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে যোগদান করে চাঁচকৈড় বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান একাত্ত্বতা
ঘোষণা করে সকল সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা নাগরিক
কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মোল্লা।