লালপুরে আজ শোক পালিত হচ্ছে
মোঃ আশিকুর রহমান(টুটুল), নাটোর প্রতিনিধি
লালপুর উপজেলার বিলমাড়ীয়ায় নৌকা ডুবিতে ৫ জন নিহতদের আত্মার
মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে
বিলমাড়ীয়াবাসী আজ (বৃহস্পতিবার) শোক দিবস পালন করছে।বিলমাড়ীয়া
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু জানান, সকাল থেকে বিলমাড়ীয়া
ইউনিয়নের সকল হাট-বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহে কালো পতাকা
উত্তোলন করা হয়েছে এবং বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।