ঝালকাঠি সংবাদদাতাঃ- স্কুল পড়–য়া ছেলেমেয়েদের সবুজ সুরক্ষার
আহবানের মধ্যদিয়ে উপকূলীয় জেলা ঝালকাঠির কাঁঠালিয়ার বানাই স্কুল
এন্ড কলেজে অনুষ্ঠিত হল ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ
উপকূল ২০১৬’ কর্মসূচি। ২৪ আগষ্ট বুধবার এ উপলক্ষে বিদ্যালয়
মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন
প্রতিযোগিতায় লিখে-এঁকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পুরস্কার পায়।
অনুষ্ঠানমালার আওতায় ছিল আলোচনা সভা, গাছের চারা রোপণ, পুরস্কার
বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ ও দেয়াল পত্রিকা প্রকাশ। কর্মসূচি উপলক্ষে
প্রকাশিত দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’তে চারপাশের পরিবেশ বিষয়ে
শিক্ষার্থীদের লেখা প্রকাশিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন
কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল
আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল হক
মনির, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, আয়োজক প্রতিষ্ঠানের
ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বশার বাদশা, উপজেলা শিক্ষা
অফিসার জিয়াদ হাসান, মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ
কে এম কামরুজ্জামান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বরগুনা
শাখার ব্যবস্থাপক মো. হেমায়েত উদ্দিন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা
মো. আমিনুল ইসলাম। আরও বক্তব্য দেন কাঁঠালিয়া উপজেলা বন
কর্মকর্তা আলমগীর হোসেন খান, কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি
সিকদার মো. কাজল, বানাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক
বজলুর রশীদ খোকন, সিনিয়র শিক্ষক আবদুর সাত্তার খান। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন বানাই স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও সবুজ উপকূল
২০১৬ স্থানীয় বাস্তবায়ন কমিটির আহবায়ক দুলাল কৃষ্ণ হালদার।
অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবর্গ বিজয়ীদের মাঝে
পুরস্কার বিতরণ করেন এবং বিদ্যালয়ের গেটে আম গাছের চারা রোপণের
মধ্যদিয়ে গাছের চারা লাগানোর কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে
৫টি বিদ্যালয়ের সহ¯্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিদ্যালয়গুলো হচ্ছে :
বানাই স্কুল এন্ড কলেজ, চেঁচরীরামপুর এম এল মাধ্যমিক বিদ্যালয়,
চেচরীরামপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বানাই রাবেয়া মাধ্যমিক
বালিকা বিদ্যালয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায়
এই কর্মসূচির আয়োজন করেছে উপকূল বাংলাদেশ। এতে মিডিয়া
পার্টনার হিসাবে ছিল একুশে টেলিভিশন, দৈনিক ইত্তেফাক,
ফিনান্সিয়াল এক্সপ্রেস, রেডিও ভূমি ও বাংলানিউজটোয়েন্টিফোর
ডটকম। আইটি পার্টনার ছিল আইটি প্রতিষ্ঠান ডটসিলিকন।
আয়োজনে সহযোগিতা করেছে স্কুল পড়–য়াদের লেখালেখির সংগঠণ
আলোকযাত্রা। কর্মসূচিতে স্কুল-কলেজ পড়–য়াদের পরিবেশ সচেতনতার
পাশাপাশি সৃজনশীল মেধা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে পড়–য়ারা লেখালেখির মাধ্যমে
নিজেদের ভাবনা প্রকাশ করে। গত বছর সবুজ উপকূল ২০১৫ কর্মসূচির
সফল সমাপ্তির ধারাবাহিকতায় এবার সবুজ উপকূল ২০১৬ কর্মসূচির
যাত্রা শুরু হয়। এবার কর্মসূচির আওতায় এসেছে উপকূলের ১৪ জেলার
২৫টি উপজেলা। ২৬টি স্থানের ১১৬টি স্কুলের প্রায় ৮০ হাজার শিক্ষার্থী
এই কর্মসূচিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিচ্ছে।