ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে আতিয়ার রহমান ও মিনি
খাতুন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ
থেকে ৬৫ বোতল ফেনসিডিল, ৯৫ পিস ইয়াবা, ৭৫০ গ্রাম গাজা ও নগদ ৫৮
হাজার টাকা উদ্ধার করেছে।
গোপন সংবাদ পেয়ে র্যাব চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার
হাটবোয়ালিয়া ও স্টেশনপাড়ার দুর্গা মন্দিরের পাশ থেকে পৃথক ভিযোন এ
সব মাদক দ্রব্য উদ্ধার করে। গাংনী র্যাব ক্যাম্পের সদস্যদের নিয়ে ঝিনাইদহ
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মোঃ মনির আহমেদ এবং স্কোয়াড কমান্ডার
এএসপি উৎপল কুমার রায় অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানকালে হাটবোয়ালিয়া থেকে ওমর আলীর ছেলে মোঃ আতিয়ার রহমান ও
একই উপজেলার আলাউদ্দীন ষ্টোরের সামনে থেকে আব্দুল জলিলের মেয়ে মিনি
খাতুনকে আটক করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় পৃথক দুইটি মামলা
হয়েছে।