গুরুদাসপুর প্রতিনিধি.
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক এড. আব্দুল
ওহাবের নেতৃত্বে নাটোর জেলার বিভিন্ন উপজেলার মানবাধিকার নেতৃবৃন্দ বুধবার বেলা
দেড়টায় নাটোরের নবাগত জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সাথে এক সৌজন্য
স্বাক্ষাতে মিলিত হন।
নবাগত জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার দেশের আপামর অবহেলিত মেহনতি মানুষের
পাশে থেকে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল প্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার
আশ্বাস দেন।
জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব সর্বপ্রথম ফুলের
তোড়া উপহার দিয়ে নবাগত জেলা পুলিশ সুপারকে অভিনন্দন জানান।