মাদারীপুর রাজৈর উপজেলার সাধুরব্রীজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে শুক্রবার সকালে মাছের ট্রাক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
নিহতরা হলেন উপজেলার নয়াকান্দি গ্রামের অজেদ মাতুব্বরের ছেলে পাটখড়ি ব্যবসায়ী সোহরাব মাতব্বর (৩৫) ও ব্যাপারিপাড়া গ্রামের মজিদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২)।
মাদারীপুর ট্রাফিক পুলিশ (টিও) গোপাল জানান, যশোর থেকে একটি মাছবোঝাই ট্রাক মাদারীপুরের মোস্তফাপুর যাওয়ার সময় পথচারী সোহরাবকে চাপা দিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সোহরাব ও রাসেল মারা যান।
এছাড়াও দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।