ঝালকাঠি সংবাদদাতাঃ- ঝালকাঠির ঐতিহ্যবাহী সেতু যুব সমিতির ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতা বিরোধী এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাড়ে ১১টায় ঝালকাঠি সদর চৌমাথায় ঐতিহ্যবাহী সেতু যুব সমিতির কার্যালয়ের সম্মুখে এ সমাবেশ মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
এসময় সমাবেশ বক্তব্য রাখেন সমিতি সভাপতি প্রনব কুমার নাথ ভানু ও দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম।মানব বন্ধনে অংশগ্রহন করেন সেতু যুব সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য সাবেক পৌর মেয়র আব্দুল হালিম গাজী, সাধানর সম্পাদক নুরে আলম, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, চৌধুরী আবুল কালাম আজাদ, কামাল পাশা, কবির আকন, আনোয়ার হোসেন, সমাজ সেবা সম্পাদক মঈন তালুকদার, কৃষি বিষয়ক সম্পাদক জয়ন্ত সাহা, জাকির হোসেন লাভলু তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রহিম, খসরু নোমান প্রমুখ।
এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেতু যুব সমিতির কার্যালয়ে সকল সদস্যদের অংশগ্রহনে মধ্যাহ্নের ভোজ অনুষ্ঠিত হয়।