গোলাম সারোয়ার নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের লাইব্রেরী পট্টিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) নওগাঁ জেলা শাখা এ কর্মসূচী পালন করেন।
মানববন্ধনে করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) রাজশাহী বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক ও বাপুস নওগাঁ জেলা শাখার সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে এসময় অন্যন্যের মধ্যে সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান ও হারুন উর রশিদ, সদস্য মাহাবুব আলম সুমন, লেকচার প্রকাশনির আরএসএম জাহাঙ্গীর আলম প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত পুস্তক প্রকাশক ও বিক্রেতা সকল দোকান বন্ধ রাখা হয়।#