গোলাম সারোয়ার,নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁ পৌরসভার অত্যাধুনিক বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্তাপনের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের মুক্তির মোড় এলাকায় নির্ধারিত ¯’ানে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর ¯’াপনের ফলক উন্মচন করেন ¯’ানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক। অনুষ্ঠানে নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, বিএনপি নেতা কর্নেল (অব:) আব্দুল লতিফ খান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, জাভেদ জাহাঙ্গীর সোহেল, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী গুরুদাস দত্ত, জেলা ছাত্রলীগের সভাপতি রহমানিয়া আলম রিজভী, সাধারন সম্পাদক বিমান কুমার রায়, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক আব্দুস সালাম পিন্টু, জেডএইচ খান মানকিসহ বিভিন্ন ওয়ার্ডের পৌর কান্সিলর, কর্মকর্তা কর্মচারী ও শহরের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপ¯ি’ত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এলজিআরডি মন্ত্রনালয়ের ৩ কোটি ৭২ লাখ টাকা ব্যায়ে নতুন ভবনের নির্মান কাজ বাস্তবায়ন করছে নওগাঁ পৌরসভা।