মোঃ সয়াইব আড়াইহাজার প্রতিনিধি :
১৫আগস্ট জাতীয় শোক দিবস উপলখে আড়াইহাজার উপজেলায় সফল ব্যাক্তি ভোরের প্রতিভা সাহিত্য সমম্পাদক আলি আশরাফ এর উদ্যেগে আলোচনা সভার আয়োযন করে।এ সময় উপাস্তিতি ছিলেন ছোট বড় কবিগন।ছিলেন চিত্রশিল্পি খ্যাতিসম্মানিত ফটোগ্রাফার সহ আরো অনেকেই।এই সময়ে কবিতা আবৃতি হয়। আড় কবিতাটা বিশেষত বাংলার জাতির পিতা শেখ মুজিবর রহমানকে ঘিরে।ছিলেন আরো রাজনৈতিক ব্যাক্তিত্ত্ব। শেখ মুজিবর এর চিন্তা শক্তিকে স্মরনে আমাদের পথ চলা জাতির পথের ধারে পৌছে দেবার জন্য আজকের এই সভার আয়োজন করে। জাতীয় কবিতা মন্চ থেকে অনুমোদন দেয়।যার কারণে আয়োযন করে আলি আশরাফ তার সাহিত্য শংশ্লিষ্ট সকল কবি লেখল আর রাজনৈতি নেতৃবৃন্দ।