ঝালকাঠি সংবাদদাতাঃ- ঝালকাঠি-১(কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্পকিত সংসদীয় ¯’ায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন বলেছেন, বাংলার এই মাটিতে বিএনপি-জামাতের কোন ¯’ান নাই। আওয়ামী লীগই দেশ পরিচালনা করবে, অন্য কোন দল আসার সুযোগ নেই। নৌকার অনুসারীরাই যুগযুগ ধরে দেশ মানুষ ও মানবতার সেবা করে যাবে। জঙ্গি দিয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা ব্যর্থ হয়েছে। কাদের মদদে জঙ্গির উত্থান তার সব তথ্য এখন আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে। বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সকল ছাত্র শিক্ষক অভিভাবকসহ সকলশ্রেণি পেশার মানুষ জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্বো”ছার ও প্রতিবাদী। আজ সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।কাঠালিয়ায় যথযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস র্যালি, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পত্মপক অর্পন করে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য একটি র্যালী বের হয়ে বন্দরের প্রধান সড়ক ঘুরে সদর ইউনিয়ন পরিষদ চত্বরের অনুষ্ঠিত শোক সভায় মিলিত হয়। পরে উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদারের সভাপতিত্বে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম, শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল বাশার বাদশা, উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল হক মনির, আমুয়া ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান, পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির দাস,উপজেলা যুবলীগের সভাপতি এসএম ফায়জুল আমল সিদ্দিকী ফিরোজ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. রবিউল ইসলাম কবির, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আমিরুল ইসলাম লিটন, আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মো. মিজানুর রহমান খান, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা মো. দেলোয়ার হোসাইন, উপজেলা স্বে”চাসেবক লীগের সভাপতি মো. জাহিদ হোসেন মল্লিক, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পদক মো. শাখাওয়াত হোসেন অপু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চলনের দায়িত্বে ছিলেন জাতীয় শোক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এমপি বি এইচ হারুন।