মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ব্ঙ্গবন্ধু কে নিয়ে কুটক্তি করায় কলেজের প্রভাষকে শোকজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৪ আগস্ট, ২০১৬
  • ২৮১ বার পড়া হয়েছে

 

ঝালকাঠি সংবাদদাতাঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগে ঝালকাঠি সদর উপজেলা গাভারামচন্দ্রপুর ইউনিয়নের শাহ মাহাম্মুদিয়া কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক রিয়াজউল আমিন জামাল সিকদারকে শোকজ করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মকবুল হোসেনের নির্দেষে কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদার রবিবার এ শোকজ করেন। এর পাশাপাশি অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই প্রভাষকে তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব ও তদন্ত কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জনাগেছে, জাতীয় শোক  দিবস উপলক্ষে কলেজে রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। রচনার বিষয় বস্তু নির্ধারন করা হয় ‘শিক্ষা বিস্তারের বঙ্গবন্ধুর অবদান’। কলেজের শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার প্রভাষক রিয়াজউল আমিন জামাল সিকদার কাছে এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে বঙ্গবন্ধুর কোন অবাদন নেই’। এর পরে শিক্ষার্থীরা এই বিষয়টি অন্য শিক্ষক ও তাদের অভিবাবকদের কাছে জানান । তারা আবার এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। এব্যাপারে অভিযুক্ত ওই প্রভাষক রিয়াজউল আমিন জামাল সিকদার বলেন, ‘এটা সম্পুর্ন বানোয়াট ঘটনা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়রানি করা হ”েছ। কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদার বলেন, ‘তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই প্রভাষকের বিরুদ্ধে আইনগত ব্যাব¯’া নেয়া হবে।’ ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মকবুল হোসেন বলেন, ‘ এব্যাপারে অভিযোগ পাওয়ার পরে কলেজের অধ্যক্ষকে ওই প্রভাষকের বিরুদ্ধে ব্যাব¯’া গ্রহনের জন্য বলেছি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451