রূপগ পতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল ছা কাজী ফয়সাল হতার বিচারর দাবিত এলাকাবাসী মানববন কমসুচী ও বিক্ষোভ মিছিল করেছন। পায় আধা কিলামিটার দর্ঘ্য মানববন্ধন কমসুচীত এলাকাবাসীর পাশাপাশি বিভিন শিা পতিানর শিাথী- শিক ও আইনজিবীরাও অংশ গহন করন। শনিবার বলা সাড় ১১টার দিক উপজলার ভালাব ইউনিয়নর পাইশকা এলাকায় এ মানববন কমসুচী অনুতি হয়।
মানববন্ধনে বক্তবে রাখন, নিহত কাজী ফয়সালর বাবা কাজী ইলিয়াছ, মা হলনা বগম, বান আলয়া আার, ‘ানীয় ইউপি সদস এমরান হাসন রিপন, আওয়ামীলীগ নতা হাসান আশকারী, আড. আুল গাফ্ফার, কাজী রজাউল ইসলাম, তাইবুর রহমান, কাজী নুর মাহাম্মদ, শিক্ষিকা মাহমুদা বগম, মুকুল হাসন সবুজ, হাজী মনিরল ইসলাম সবুজ, শাহিনুর বগম, সাজিব হাসন পমুখ।
বারা বলন, কাজী ফয়সালক অপহরণর পর নিমম ভাব হতার পর ম করার উদ্দেশে ডাবায় ফল রাখা হয়। ঘটনার এক সাহ পার হয় গলও পুলিশ হতাকারীদর চিতি কর গফতার করত পারনি। যারা এ হতাকান্ডের ঘটনা ঘটিয়েছ, তাদর অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে চিতি কর আইনর আওতায় আনত হব। এছাড়া হতাকারীদর ফাঁসি দিত হব। মানবন শষ বিু এলাকাবাসী আলাদা ভাব বিক্ষোভ মিছিল বের করে। পথক মিছিল বিভিন এলাকা ও সড়ক পদনি কর।
এ বিষয় মামলার তদন্তকারী কর্মকর্তা, ভালাব তদন্ত কেন্দের ইনচাজ ও উপ-পরিদশক (এসআই) তছলিম উনি বলন, হতাকান্ডের বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত কর আইনর আওতায় আনা হব।
উলখ, গত ( ৫ আগ) শুক্রবার সন্ধ্যায় স্কুল ছা কাজী ফয়সালক ক বা কারা অপহরণ কর নিয় যায়। এরপর বিভিন ‘ান খাঁজাখুজি করও ফয়সালক পাওয়া যায়নি। পর গত (০৮ আগ) সকাল পাইশকা এলাকার একটি ডাবা থক কাজী ফয়সালর মতদহ উার কর পুলিশ। হতাকান্ডের ঘটনায় নিহতের পিতা কাজী ইলিয়াছ বাদী হয়ে আত বক্তিদের আসামী করে একটি মামলা দায়ের করেন। কাজী ফয়সাল মাস্তফা একাডেমীর পথম শণীর শিাথী ছিলন।